কুমারখালীতে গুণীজন সংবর্ধনা

0
89

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠার ৩০ বৎসর পূর্তি উৎসব উপলক্ষে গুণীজনদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাত আটটায় শহরের কুন্ডুপাড়াস্থ বিদ্যালয় চত্বরে বর্ণাঢ্য উদযাপন অনষ্ঠানের আয়োজন করে কুমারখালী সংগীত বিদ্যালয় ও ঢাকাস্থ চরণ লোকশিল্পী দল।

জাতীয় চলচিত্র পুরস্কার প্রাপ্ত কণ্ঠশিল্পী চন্দনা মজুমদার ও কিরণ চন্দ্র রায়ের লোক সংগীত পরিবেশনার মধ্যদিয়ে উদযাপিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের ডিজি শুকুর আলী।

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ড ঢাকার কর কমিশনর রঞ্জিত কুমার তালুকদার, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের প্রবীণ শিল্পী ও সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক নির্মল চন্দ্র মজুমদার, কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন, কুমারখালী সরকারি কলেজের সাবেক অধ্য শরিফ হোসেন, বোধদয়ের সভাপতি এ্যাডভোকেট লালিম হক প্রমুখ।