কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা স্বামী-স্ত্রী নিহত

0
107
kumalla-DROHO-30-P1
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা

দ্রোহ অনলাইন ডেস্ক

কুমিল্লার ব্রাক্ষণপাড়ায় রেলগেট পার হওয়ার সময় মালবাহী ট্রেনের ধাক্কায় রোগী বহন করা অটোরিকশায় থাকা স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুজন।

বুধবার সকালে ব্রাক্ষণপাড়া উপজেলার শাসনগাছা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত হয়েছে অসুস্থ রোগী ফরিদ মুন্সি (৬০) ও তার স্ত্রী পেয়ারা বেগম (৫০)। নিহতদের বাড়ি দেবিদ্বার উপজেলার গুনাইঘর ইউনিয়নের গজারিয়া গ্রামে। এ ঘটনায় নিহত ফরিদ মুন্সির মেয়ে আঁখি আক্তার ও অটোরিকশাচালক রাকিবুল হাসান।

নিহত ফরিদ মুন্সির ভাতিজা সোহেল রানা জানান, ফরিদ মুন্সি দীর্ঘদিন ধরে অসুস্থ। বুধবার ভোরে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়া হয়েছেন সময় ট্রেন দুর্ঘটনায় তিনি না ফেরার দেশে চলে গেছেন।

গেটম্যান মিজানুর রহমান জানান, অটোরিকশাটি রেলগেটে এলে তিনি তখন সংকেত দিতে থাকেন। এ ছাড়া মালবাহী ট্রেন হুঁইসেল দেয় ঘন ঘন। তার পরও অটোরিকশাচালক সংকেত ও হুঁইসেল উপেক্ষা করে রেললাইন পার হওয়ার চেষ্টা করে। তখন অটোরিকশাটি ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। এর পর প্রায় ৫০০ মিটার দূরে গিয়ে ট্রেন থামে। ততক্ষণে অটোরিকশাচালকসহ চারজন মারাত্মকভাবে আহত হন।

অন্যদিকে মালবাহী ট্রেনচালক সফিকুল ইসলাম জানান, তিনি সহকারী চালককে নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলেন। কুমিল্লা এসে লাইন ক্লিয়ার পেয়ে পর পর কয়েকটি হুঁইসেল দেন এবং শাসনগাছা রেলগেট অতিক্রম করার সময় হঠাৎ অটোরিকশাটি লাইনে ঢুকে যায়। অনেক চেষ্টা করে কিছু দূর এসে ট্রেন থামানো হয়।

রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইসলাম হোসেন সিরাজী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সকাল সাড়ে ৮টায় ফরিদ মুন্সি পরে তার স্ত্রী পেয়ারা বেগম মারাযান।