কুষ্টিয়ার দুটি ব্যাংক লক ডাউন ঘোষণা

0
172
pubali-bank-dro-14-10-compressed
পুবালি বাংক কুষ্টিয়া

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় চার ব্যাংক কর্মকর্তা ও এক পিওন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় ইসলামী ও পূবালী ব্যাংকের দুটি শাখা লক ডাউন ঘোষণা করা হয়েছে।

ব্যাংক দুটি হচ্ছে কুষ্টিয়া শহরের এনএস রোডে অবস্থিত পূবালী ব্যাংক কুষ্টিয়া শাখা এবং ইসলামী ব্যাংকের কুষ্টিয়ার পোড়াদহ শাখা। রবিবার ইসলামী ব্যাংকের পোড়াদহ শাখা এবং গত শুক্রবার থেকে পূবালী ব্যাংক কুষ্টিয়া শাখা লক ডাউন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

islami-bank-dro-14-9-compressed
ইসলামি ব্যাংক পোড়াদহ শাখা

কুষ্টিয়া পূবালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক শাহ আলম জানান, এ শাখার একজন জুনিয়র অফিসার পুরুষ এবং একজন মহিলা ক্যাশ অফিসার গত বুধবার করোনায় আক্রান্ত হন। এছাড়াও ব্যাংকের একজন ডেপুটি জুনিয়র অফিসারের শরীরে উপসর্গ দেখা দিয়েছে। তিনি বর্তমানে রাজবাড়ী জেলার পাংশায় তার গ্রামের বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এ অবস্থায় শুক্রবার থেকে কুষ্টিয়া শহরের এনএস রোডে অবস্থিত পূবালী ব্যাংক কুষ্টিয়া শাখা লক ডাউন করা হয়েছে।

তিনি জানান, যদি আগামী শনিবার পর্যন্ত ব্যাংকের অন্য কোন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে করোনা উপসর্গ না দেখা যায় তাহলে রবিবার থেকে লক ডাউন তুলে নেওয়া হবে।

শনিবার রাতে ইসলামী ব্যাংকের পোড়াদহ শাখার একজন সিনিয়র অফিসার, একজন অফিসার এবং কর্মরত পিওনের করোনা শনাক্ত হয়। এ কারণে রবিবার থেকে ইসলামী ব্যাংকের পোড়াদহ শাখা লক ডাউন ঘোষণা করা হয়েছে।

দেখুন:

শিক্ষার্থীদের অনলাইনে পাঠদান করছে শোমসপুর বালিকা উচ্চবিদ্যালয়