কুষ্টিয়ায় করোনায় আরো ৫ জনের মৃত্যু

0
125

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এদিকে হাসপাতালে প্রতিনিয়ত রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি কিভাবে সামাল দেয়া যায় সেই কর্মপন্থা নির্ধারণে মঙ্গলবার বেলা ১২ টায় হাসপাতাল কর্তৃপ জরুরি সভায় বসেছে।

২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবেধয়ক ডা: এম এ মোমেন হাসপাতালে চিকিৎসাধীন এই ৫ জন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে রোগীর চাপ প্রতিদিনই বাড়ছে। চিকিৎসা সেবা প্রদান করতে গিয়ে হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বেচ্ছাসেবীরা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে যাচ্ছেন। ইতোমধ্যেই আমরা হাসপাতালকে করোনা ডেডিকেটেড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনা না আসায় সেটি এই মুহূর্তে কার্যকর করা যাচ্ছে না।

গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া পিসিআর ল্যাবে ৩২৩ টি নমুনা পরীায় আরো ১১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৩৯ দশমিক ০১ ভাগ। জেলায় অদ্যাবধি করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬৫৪১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫০৬১ জন। মৃত্যু হয়েছে ১৫৭ জনের। হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১২৮ জন এবং হোম আইসোলেশনে রয়েছেন ১১৯৫ জন।