কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে আরো ১৭ জনের মৃত্যু

0
89

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে জেলায় মৃতের সংখ্যা ছিল ১৪ জন।

শুক্রবার সকাল ১০ টায় জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপ কিছুটা হলেও কমেছে।। আক্রান্ত এবং উপসর্গ নিয়ে শুক্রবার সকাল ১০ টা পর্যন্ত ২৩৫ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ১৭৯ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরো ৫৬ জন।

এদিকে কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ১৭৭ টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক ২০ ভাগ।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে ১২ হাজার ৮৭২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮ হাজার ৬৮৭ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৪৭১ জন। নতুন করে শনাক্ত হওয়া ৫৭ জনের মধ্যে রয়েছেন কুষ্টিয়া সদর উপজেলায় ২৩ জন, কুমারখালী উপজেলায় ২০. দৌলতপুর উপজেলায় ০২ জন, ভেড়ামারা উপজেলায় ০৩, মিরপুর উপজেলায় ০৮জন ও খোকসা উপজেলায় ০১ জন।

জেলায় ৮০ হাজার ৯৫০ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৭৬ হাজার ৯৮২জনের। বাকিরা নমুনা পরীক্ষার প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৭৩১ জন। এদের মধ্যে হাসপাতালে আইসোরেশনে চিকিৎসাধীন ২৪৪ জন। হোম আইসোলেশনে রয়েছেন ৩ হাজার ৪৮৭ জন।