কুষ্টিয়ায় পুলিশের হাতে সাবেক ছাত্রলীগ নেতা আটক

0
128
আটককৃত ছাত্রলীগ নেতা পল্লব

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় চাঁদাবাজি, জবরদখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অপরাধে পুলিশে হাতে সহযোগীসহ আটক হয়েছে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুর রহিম পল্লব। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও অস্ত্র আইনে থানায় দুইটি মামলা হয়েছে।

রবিবার দুপুরে আটককৃত ব্যক্তিদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের ভাষ্যমতে, জেলা শহরের থানাপাড়া এলাকার বাসিন্দা আমিনুর রহিম পল্লব। তিনি দীর্ঘদিন দলীয় নেতাদের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকা- চালিয়ে আসছিল। বর্তমানে অভিযুক্ত পল্লবের কোনো পদ-পদবী না থাকলেও দলীয় প্রভাব খাটিয়ে নেতা হয়ে গেছেন। এছাড়াও নিজ বাহিনী গঠন করে সিভিল সার্জন কার্যালয়ে টেন্ডারবাজি, পৌরবাজারের নিয়ন্ত্রণসহ ব্যবসায়ী ও স্থানীয়দের ভয়-ভীতি দেখিয়ে অর্থ আদায় করে আসছিল। তার এ সকল কর্মকাণ্ডে এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে উঠেছিল।

শনিবার দুপুরে শহরের এনএস রোড সংলগ্ন নিজ অফিস থেকে পল্লবকে আটক করা হয় এবং তার স্বীকারোক্তি অনুযায়ী দুটি বড় তলোয়ার ও চারটি ছোরা উদ্ধার করে পুলিশ। এরপরে পল্লবের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী তাহেরকে আটক করা হয়।

অপরদিকে পুলিশি অভিযানের পর ভুক্তভোগী ব্যবসায়ী মহব্বত আলী বাদি হয়ে কুষ্টিয়া মডেল থানায় পল্লবের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করেন। এছাড়া কুষ্টিয়া ডিবি পুলিশের পক্ষে এসআই কামরুজ্জামান লিটন বাদি হয়ে অস্ত্র আইনে আরেকটি মামলা করেন।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, পল্লবের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে।