কুষ্টিয়ায় লালনের তিরোধান দিবস পালন হচ্ছে না

0
120

কুষ্টিয়া প্রতিনিধি

পয়লা কার্তিক মরমী সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবসের স্মরনোৎসব পালন করা হচ্ছে না।

কুষ্টিয়ায় করোনার চিত্র ভয়াবহ। এখানো গণজমায়েতের ক্ষেত্রে সরকারি বিধি নিষেধ আরোপ থাকায় এ বছরও লালন স্ম^রণোৎসব পালন করা সম্ভব হচ্ছে না।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম তাঁর সম্মেলন কে প্রেস ব্রিফিং-এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিরাজুল ইসলাম, এনডিসি মো: সবুজ হাসান, জেলা প্রশাসকের ষ্টাফ অফিসার আহমেদ সাদাত, লালন একাডেমির এডহক কমিটির সদস্য তাইজাল আলী খান ও এ্যাডভোকেট শহিদুল ইসলাম।

সাধু, বাউল ও ভক্তরা এ অনুষ্ঠান ঘিরে আগেই অবস্থান নিয়েছিলেন কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় সাঁইজির ধামে। প্রতিবারের মত দিনণ ঠিক রেখে এবারও কিছু লালন ভক্তরা চলে এসেছিলেন আখড়াবাড়িতে। ১৩১ বছর আগে, ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক আধ্যাত্মিক এই সাধকের মৃত্যু পর প্রথমে ছেঁউড়িয়ার আখড়া কমিটি ও পরে লালন একাডেমির উদ্যোগে এই লালন স্ম^রনোৎসব হয়ে আসছে। কিন্তু করোনা মহামারীর কারণে গত বছর থেকে এতো দিনের সেই রেওয়াজ ভাঙতে হয়।

উল্লেখ্য, এ পর্যন্ত জেলায় করোনায় ৭৭২ জন রোগী মৃত্যুবরণ করেছেন এবং এখনো কিছু মানুষ করোনা আক্রান্ত অবস্থায় রয়েছেন।