কুষ্টিয়া ও ভেড়ামারা পৌরসভা রেড জোনে

0
574
kUSHTIA-DRO_Red-Zone

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া পৌরসভার ৮টি ওর্য়াড, সদর উপজেলার একটি ইউনিয়ন এবং ভেড়ামারা পৌরসভার ৭ টি ওয়ার্ড এবং ২ টি ইউনিয়নকে রেড জোনের আওতায় নিয়ে আসা হয়েছে।

সোমবার সকালে কুষ্টিয়ার সিভিল সার্জন এ এইচ এম আনোয়ারুল ইসলাম এবং কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১৪ দিনে করোনা রোগী শনাক্তের সংখ্যার ভিত্তিতে ওয়ার্ডগুলোকে তিন শ্রেনীতে ভাগ করা হয়েছে।

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী বলেন, কুষ্টিয়া পৌরসভার ২১ টি ওয়ার্ডের মধ্যে কুষ্টিয়া পৌরসভার ১ নং ওয়ার্ড (থানাপাড়া ও কমলাপুর), ২ নং ওয়ার্ড (কুঠিপাড়া), ৫ নং ওয়ার্ড (চৌড়হাস, ফুলতলা), ৬ নং ওয়ার্ড (হাউজিং), ৭ নং ওয়ার্ড (কালিশংকরপুর), ১৬ নং ওয়ার্ড (বাড়াদী ও কমলাপুর), ১৮ নং ওয়ার্ড (মজমপুর ও উদিবাড়ী) এবং ২০ নং ওয়ার্ড (কুমারগাড়া ও চেঁচুয়া)। এছাড়াও সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়ন রেড জোন ঘোষণা করা হয়েছে।

কুষ্টিয়ার সিভিল সার্জন এ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, ভেড়ামারা পৌরসভার ৯ টি ওয়ার্ডের মধ্যে ৭ টি ওয়ার্ড এবং দুটি ইউনিয়ন চাঁদগ্রাম ও বাহিরচর ইউনিয়নকে রোড জোন ঘোষণা করা হয়েছে। সোমবার থেকে এসব এলাকা রেড জোন হিসেবে বিবেচিত হবে বলে জানানো হয়েছে।

কুষ্টিয়া জেলায় রবিববার পর্যন্ত বহিরাগত বাদে ২২৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পুরুষ রোগীর সংখ্যা ১৭১ এবং নারী রোগী ৫৩ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন।

বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ১৭৪ জন। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী হচ্ছে কুষ্টিয়া সদর উপজেলায় ৯৫ জন। এছাড়াও দৌলতপুর উপজেলার ৩১ জন, ভেড়ামারায় ৩৫ জন, মিরপুরে ২০ জন, কুমারখালীতে ৩০ জন এবং খোকসা উপজেলায় ১৩ জন।

আরও পড়ুন

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনায় মৃতের সংখ্যা সোয়া চার লাখ