কৃষকের ঋণের ২ কোটি টাকা আত্মসাত, ম্যানেজারসহ বরখাস্ত তিন

0
116
JND-DROHO-29-P7

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জের অগ্রণী ব্যাংক থেকে কৃষকের নামে ২ কাটি টাকা ভুয়া ঋন উত্তোলনের সাথে জড়িত থাকার প্রমান মেলায় সাবেক ব্যবস্থাপকসহ ২ জন বরখাস্ত ও একজনকে চাকুরি থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন ব্যাংকটির ম্যানেজার নাজমুস সাদাত। তিনি জানান, ঢাকা থেকে আসা অগ্রনী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার রফিকুল ইসলামের নেতৃত্বের তিন সদস্যের তদন্ত কমিটি এ সিদ্ধান্ত দিয়েছেন।

জানা গেছে, সাধারণ কৃষকদের মধ্যে ৪ শতাংশ সুদে কৃষিঋণ বিতরণে ব্যপক অনিয়ম জড়িয়ে পরেন তৎকালীন ব্যংক ব্যবস্থাপক শৈলেন কুমার বিশ্বাস, ক্রেডিট অফিসার আব্দুস সালাম ও মাঠ সহকারী (অস্থায়ী) আজির আলী। তারা যোগসাযোসে মৃত ব্যক্তিদের নামে জাল কাগজ পত্র তৈরী করে প্রায় ২ কোটি টাকা ঋণ তুলে আত্মসাৎ করেন।

সম্প্রতি কালীগঞ্জে কৃষিঋণের ২ কোটি টাকা আত্মসাতের বিষয়ে সংবাদ প্রকাশের পর সরেনরে বসে ব্যাংক কর্তৃপক্ষ। ঢাকা থেকে তদন্ত কমিটি আসে। তদন্ত শুরু হয়। আর্থিক অনিয়মের প্রমান মেলে। অবশেষে তদন্ত কমিটির সুপারিশে অগ্রণী ব্যাংকের কালীগঞ্জ শাখার সাবেক ম্যানেজার বর্তমান চুয়াডাঙ্গা আঞ্চলিক অফিসে কর্মরত শৈলেন কুমার বিশ্বাস ও ক্রেডিট অফিসার আব্দুস সালামকে বরখাস্ত করা হয়। একই সাথে মাঠ সহকারী (অস্থায়ী) আজির আলীকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।