কোরবানির মাংস বণ্টনে অনিয়মের প্রতিবাদে হামলা

0
123
Jhenaidah-Dro-01-08-P-6
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ইমরান হোসাইনের

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে কোরবানির মাংস মিসকিনদের মাঝে বন্টনে অনিয়য়ের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের উপর হামলা হয়েছে। এ হামলার ঘটনায় ৩জন আহত হয়েছে।

জানা গেছে, জেলার মহেশপুরের স্থানীয় ইউপি সদস্য ও তার পোষ্যরা শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কোরবানির মাংস বণ্টন শেষে সাধারণ সম্পাদক ইমরান হোসাইনের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ হামলায় তার ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আকরাম হোসাইন ও তার বাবা আহত হয়েছেন। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার শিকার ইমরান হোসাইন বলেন, কোরবানি শেষে গ্রামবাসী মিসকিনদের প্রাপ্য অংশটুকু সমাজের একটি নির্দিষ্ট স্থানে জমা করা হয় তাদের মাঝে বিতরণ করার জন্য। এর তদারকি করছিলেন স্থানীয় বাঁশবাড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুর রহমান।

তবে ইউপি সদস্য মিসকিনদের কিছু মাংস বিতরণ করার পর প্রায় ২০ কেজি মাংস রেখে দেন নিজের পারিশ্রমিক হিসেবে। মাংস নিজের বাড়ি নিয়ে যাওয়ার সময় প্রতিবাদ করলে, সে তার দলবল নিয়ে তাদের উপর হামলা করে। এ হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য আহত ইমরান ঢাকা বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বর্তমান সাধারণ সম্পাদক এবং সংবাদ সংস্থা ইউএনবিতে কর্মরত আছেন। এ হামলার ঘটনার পর হাসপাতাল থেকে তিনি ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘জাস্ট স্পিসলেস, কোরবানির মাংসও লুট করতে হবে। ছোটবেলা থেকে বাড়ির বাইরে থাকায় এদের বর্বরতা সম্পর্কে কোন আইডিয়াই ছিল না। এই মানুষরূপী হায়েনাদের নৃশসংতার শেষ কোথায়।

আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

তবে এ ব্যাপারে ইউপি সদস্য আজিজুল রহমানকে ফোন করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজী হননি।

এ ঘটনায় ১ আগস্ট রাতে ঢাবি ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক আদনান আজিজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবাদ জানানো হয়। যৌথ বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি সাখাওয়াত ফাহাদ ও সাধারণ সম্পাদক রাগীব নাঈম বলেন, ‘নিজ বাড়ি ঝিনাইদহের মহেশপুর থানার অন্তর্গত বাঁশবাড়ি ইউনিয়নের গাড়াপোতা গ্রামের স্থানীয় মেম্বার কর্তৃক নৃশংসতার শিকার ইমরান ও তার ছোট ভাই আকরাম। তাদের দোষ ছিল তারা অন্যায়ের প্রতিবাদ করেছেন। পবিত্র ঈদের দিন কোরবানির মাংস নিয়েও অনিয়ম হচ্ছে। গ্রামের দুঃখী-দুস্থদের কোরবানির মাংস নিয়ে অনিয়ম করা বৈধতা পায়, যখন হামলাকারী নির্বিঘেœ চলাচল করে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দ্রুততম সময়ে হামলার সঙ্গে যুক্ত মেম্বারকে গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনার দাবি জানাই।

আরও পড়ুন-খোকসায় ঈদের দিনে হামলায় প্রধান শিক্ষকসহ আহত ৪