কোহলি নাকি স্মিথ, পছন্দ জানালেন লাবুশেন

0
71
স্মিথ এবং কলি

দ্রোহ স্পোর্টস ডেস্ক

সময়ের সেরা দুই টেস্ট ব্যাটসম্যান বিরাট কোহলি ও স্টিভেন স্মিথ। দক্ষতা-সামর্থ্য বা সামগ্রিক ব্যাটসম্যানশীপে যদিও দুজনের মধ্যে পার্থক্য করা কঠিন। তবে টেস্ট র‌্যাঙ্কিংয়ে এই দুজনের ঠিক পরেই যিনি, সেই মার্নাস লাবুশেন এগিয়ে রাখলেন স্মিথকেই।

লাল বলের ক্রিকেটে স্মিথ ও কোহলির পারফরম্যান্স অসাধারণ। দুজনের রানই সাত হাজারের ওপরে। সেঞ্চুরি কোহলির ২৭টি, স্মিথের ২৬। ব্যাটিং গড়ে অবশ্য ভারতীয় অধিনায়কের চেয়ে বেশ এগিয়ে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। ৮৬ টেস্ট খেলা কোহলির গড় ৫৩.৬২, স্মিথ ৭৩ টেস্ট খেলে রান করেছেন ৬২.৮৪ গড়ে।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

দুজনের এই ধারাবাহিকতার প্রতিফলন পড়েছে র‌্যাঙ্কিংয়েও। আইসিসি র‌্যাঙ্কিংয়ে টেস্ট ব্যাটসম্যানদের শীর্ষে স্মিথ, দুইয়ে কোহলি।

র‌্যাঙ্কিং যদিও অনেক সময় পুরো সত্যি বলে না। তবে লাবুশেনের কাছে, এই সংস্করণে আদতেই এগিয়ে স্মিথ। টেস্ট ক্যারিয়ারের শুরুতেই সাড়া ফেলে দেওয়া এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান নিজের ভাবনার কারণও ব্যাখ্যা করলেন ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে।

আরও পড়ুন-শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল,বাবা গ্রেফতার

আমার মনে হয়, স্টিভেন স্মিথ দেখিয়েছে, টেস্ট ক্রিকেটে যেকোনো কন্ডিশনে খেলার উপায় সে বের করে নিতে পারে। এই সামর্থ্য তাকে সবার সেরা ও বিশ্বের এক নম্বর টেস্ট ক্রিকেটার বানিয়েছে।

ভারতে রান করার পথ বের করেছে সে, ইংল্যান্ডেও খুঁজে নিয়েছে পথ। অস্ট্রেলিয়ায় তো অবশ্যই খুবই ধারাবাহিক। কোথায় খেলছে বা কোন কন্ডিশনে, এসব তার কাছে কোনো ব্যাপার বলেই মনে হয় না। সব কন্ডিশনেই নিজেকে এগিয়ে নিচ্ছে সে। এখন বিরাটও একই পথে হাঁটছে। তবে টেস্ট ক্রিকেটে আমি সম্ভবত স্টিভকেই এগিয়ে রাখব।