খোকসার গ্রামে হামলা-পাল্টা হামলায় ৫ জন আহত

0
143
HAMLA-KHOKSA- pic 23 -P-5
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে জমি দখল কেন্দ্র করে হামলা-পাল্টা হামলায় ৫ জন আহত হয়েছেন।

সোমবার বিকালে উপজেলার একতারপুর গ্রামে শরিকানা সম্পত্তির দখল-পাল্টা দখল কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এ হামলা পাল্টা হামলায় তোফাজ্জেল হোসেন সরদার (৭০), মিরাজ আলী সরদার (৩৫), চুন্নু সরদার (৩৯), রাব্বি হোসেন (২০) ও আলফাজ (২৫) আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে চিকিৎসা দেয়। আহতদের মধ্যে দু’জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

আহত বৃদ্ধ তোফাজ্জেল সরদার দাবি করেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া দখলীয় জমিতে ডাউল জাতীয় ফসল বপণ করেছেন। প্রতিপক্ষের লোকেরা তার জমি দখলের চেষ্টা করে। এ সময় তারা বাধাদিলে তাদের উপর হামলা করা হয়।

প্রতিপক্ষ মছির উদ্দেনের স্ত্রী বৃদ্ধা ভানুনেছা হাসপাতালে চিকিৎসাধিন ছেলের পাশে বসে জানান, তার স্বামীর খরিদীয় ও শরিকানা সম্পত্তিতে ফসল বপণ করতে গেলে প্রতিপক্ষ হামলা করে।

জমি দখল পাল্টা দখল কেন্দ্র সৃষ্ট সংঘর্ষে আহত দুই পক্ষই মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।