স্টাফ রিপোর্টার
খোকসার পাঁচটি জুনিয়র স্কুলসহ ছয় শিক্ষাপ্রতিষ্ঠান নতুন এমপিও’র তালিকায় রয়েছে।
বুধবার সকালে এক উদ্বোধনী সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপিও ভুক্তির ঘোষনা দেন। এর পর থেকে নতুন এমপিও ভুক্তি মান উন্নয়নের অপেক্ষায় থাকা প্রতিষ্ঠান প্রধান কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীরা নতুন তালিকা জন্য ব্যস্ত ব্যকুল হয়ে ওঠেন।
বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমূল হক শিক্ষা মন্ত্রনালয়ের তালিকার বরাত দিয়ে জানান নতুন এমপিওর তালিকায় রয়েছে বসোয়া নিন্মমাধ্যমিক বিদ্যালয়। এ ছাড়া মানউন্নয়ন হয়েছে আমবাড়িয়া নিন্মমাধ্যমিক বিদ্যালয়, জয়ন্তী হাজরা নিন্মমাধ্যমিক বিদ্যালয়, ফুলবাড়ি নিন্মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। উপজেলার একমাত্র রমানাথপুর কলেজিএট স্কুলের কলেজ সেকশন এ তালিকায় রায়েছে।
আরো পড়ুন – কুমারখালীতে মুক্তিযোদ্ধার সন্তানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
নতুন এমপিও ভুক্তির তালিকায় থাকা বসোয়া নিন্মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন বলেন, এলাকায় নারী শিতক্ষাসহ সার্বিক শিক্ষার মান উন্নয়নে গড়ে তোলা বিদ্যালয় এমপিও ভুক্তির তালিকায় থাকায় শিক্ষা বিভাগের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এলাকার শিক্ষার কে এগিয়ে নিতে এমপিও তাকে সহযোগীতা করবে।