খোকসার নবাগত ইউএনওসহ স্বাস্থ্যকর্মীর শরীরে করোনা পজেটিভ

0
149
Mejba-Dro-17-p-12-compressed
খোকসার ইউএনও মেজবাহ উদ্দিন

কুষ্টিয়া প্রতিনিধি

খোকসার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক স্বাস্থ্য কর্মী নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৪ জনে। তবে জেলায় শুধু বুধবারে ২০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

বুধবার রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের রিপোর্টে খোকসার ইউএনওর করোনা পজেটিভ শনাক্ত হয় বলে কুষ্টিয়ার সিভিল সার্জন এ এইচ এম আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

খোকসা থেকে ইউএনও মৌসুমী জেরীন কান্তা বদলি হওয়ার পর গত ১৪ জুন খোকসায় ইউএনও হিসেবে যোগদান করেন মেজবাহ উদ্দীন আহম্মেদ।

কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বুধবার মোট ২৮১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে কুষ্টিয়া জেলার ১২৯ টি নমুনা ছিল। প্রদত্ত রিপোর্ট অনুযায়ী নতুন করে কুষ্টিয়া জেলায় আরো ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তের মধ্যে দৌলতপুর উপজেলাতে ৬ জন, কুষ্টিয়া জেলা সদরে ৮ জন, খোকসায় ১ জন এবং কুমারখালী উপজেলায় ৫ জন।

খোকসার নবাগত ইউএনও এখনো উপজেলায় আসেননি। তিনি জেলাতে যোগদানের পর কুষ্টিয়া সার্কিট হাউসে আছেন। স্বাস্থ্য কর্মী কুষ্টিয়া জেলা সদর থেকে আসা যাওয়া করেন। শনিবারেও তিনি অফিস করেছেন। স্বাস্থ্য কর্মীর স্ত্রীরও করোনা পজেটিভ ধরা পড়েছে বলে স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীল সূত্র জানায়।

সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন বলেন, বেশ কয়েক দিন যাবত তিনি জ্বরে ভুগছেন। শরীরে আর তেমন কোনো সমস্যা নেই। তবে খোকসায় যোগদান করলেও আনুষ্ঠানিকভাবে করোনাভাইরাস পরিস্থিতির কারণে স্বশরীরে খোকসায় কর্মস্থলে না গিয়ে তিনি কুষ্টিয়া সার্কিট হাউজে অবস্থান করছেন।

এ নিয়ে কুষ্টিয়ায় বহিরাগত বাদে ২৭৩ জন কোভিড রোগী শনাক্ত হল। এর মধ্যে দৌলতপুর উপজেলায় ৪০, ভেড়ামারা ৪০, মিরপুর ২১, সদর ১২০, কুমারখালী ৩৮ এবং খোকসা উপজেলায় ১৪ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ রোগী ২০৬ জন এবং নারী ৬৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন মোট ৭১ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ১৯৪ জন। কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ৮ জন এবং খুলনায় চিকিৎসাধীন ৩ জন। করোনায় আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে।

আরও দেখুন

করোনায় বন্ধ হয়ে গেল প্রাইমারি শিক্ষক প্রশিক্ষন