খোকসায় অস্ত্র তৈরীতে অপারগতা প্রকাশ করায় কর্মকারের উপর হামলা

0
160
HAMLA-DROHO-10-P1

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে দেশীয় অস্ত্র তৈরীতে অপারগতা জানানোয় রাতের আধারে কর্মকারের উপর হামলা করেছে সন্ত্রাসীরা।

জানা গেছে, বুধবার দিন গত রাতে কালীতলা বাজার থেকে দোকান বন্ধ করে খোকসার সেনগ্রামে বাড়ি ফিরছিলেন বয়বৃদ্ধ শ্যামল কর্মকার (৬৭)। পথমধ্যে সন্ত্রাসীরা তার ওপর হামলা করে। বয়বৃদ্ধ শ্যামলের আত্ম চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সন্ত্রাীরা পালিয়ে যায়। রাতে আহত কর্মকারকে বাড়ি রেখে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরদিন বৃহস্পতিবার সকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকরা হয়েছে।

চিকিৎসাধীন শ্যামল দ্রোহ প্রতিনিধিকে জানান, গত কয়েকদিন ধরে পাংশা উপজেলার বড় সেনগ্রামের হিসাক মন্ডলের ছেলে মানিক একটা বড় ছুড়ি-চাকু তৈরী করে দেওয়ার জন্য তাকে চাপ দিয়ে আসছিল। বুধবার সর্বশেষ অস্ত্র তৈরীতে অপারগতার কথা জানিয়েদেন তিনি। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই সন্ত্রাসীরা তার উপর হামলা করেছে। সন্ত্রাসীদের ভয়ে রাতে তিনি হাসপাতালে আসতে পারেননি। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ঘটনায় তার ছেলে বাদি হয়ে সন্ত্রীদের নামে থানায় অভিযোগ করেছে। ইতোমধ্যে পুলিশ হাসপাতালে গিয়ে তার কাছে ঘটনার খুটি নাটি সব বিষয় শুনেছে।

খোকসা থানার ওসি তদন্ত আকিবুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়নি। মামলা হলে তিনি এ বিষয়ে বলতে পাতেন।