খোকসায় ঈদের দিনে হামলায় প্রধান শিক্ষকসহ আহত ৪

0
687
Moragacha-Dro-1-8-p-9
আহত স্কুল প্রধান শিক্ষক হাসান আলী ও তার ছেলে

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মোড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তার ২ পুত্রসহ ৪ জন আহত হয়েছেন।

হামলার ঘটনাটি ঘটেছে ঈদের দিন শনিবার স্বন্ধ্যায়। উপজেলার মোড়াগাছা গ্রামে। আহত প্রধান শিক্ষকের অভিযোগ ছুটিতে থাকা সেনা সদস্য ভাতিজার নেতৃত্বে তার বাড়িতে হামলা চালানো হয়েছে।

জানা গেছে, মোড়াগাছা গ্রামের শিক্ষক হাসান আলী (৫০) ও তার আপন ভাই আব্দুল হাই’এর মধ্যে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে ঈদের দিনে কোন এক সময় দুই পক্ষের মধ্যে কথাকাটা কাটি হয়। এর সূত্র ধরে শনিবার দিনগত সন্ধ্যায় প্রতিপক্ষের লোকেরা প্রধান শিক্ষক হাসান আলীর বাড়িতে হামলা চালায়। এ ঘটনায় ওই শিক্ষক তার ছেলে রায়হান ও রাহাত চৌধূরী আহত হয়। স্থানীয়রা আহত শিক্ষক ও তার ছেলে রাহাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় প্রতিপক্ষের এক জন আহত হয়েছে। তবে আহতের নাম জানা যায়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন প্রধান শিক্ষক হাসান আলী দ্রোহ প্রতিনিধিকে জানান, জমি জমা নিয়ে তার ভাইয়ের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। ঈদের দিন সন্ধ্যায় ছুটিতে থাকা ভাতিজা সেনা সদস্য আল মামুন শিক্ষকের বাড়ীর প্রধান ফটক ভেঙ্গে ঢুকে হামলা করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

আরও দেখুন- কেমন কাটবে এবারের ঈদ ?
আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

এ বিষয়ে ছুটিতে থানা সেনা সদস্য আল মামুনের সাথে কথা বলার জন্য তার মুঠোফোনে কল করা হলে সাংবাদিককে সংবাদ না করার জন্য বলেন। তিনি নিজেও আহত হয়েছেন বলে জানান। এ ছাড়া এ ঘটনা সম্পর্কে তিনি কথা বলতে রাজি হননি।