খোকসায় উদ্ধার সজ্ঞাহীন কিশোরের পরিচয় মিলেছে

0
106
Khoksa-drohho-14-p1
ফরহাদ

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ধান ক্ষেত থেকে সজ্ঞাহীন অজ্ঞাত কিশোরকে উদ্ধার করা হয়। পরে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

শনিবার দিনগত রাত ৯টার দিকে উপজেলার পাতিলডাঙ্গী গ্রমের ধান ক্ষেত থেকে সজ্ঞাহীন অজ্ঞাত ১৬ বছর বয়সী এক কিশোরকে উদ্ধার করে গ্রামবাসী। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতির্ করে। রাতেই সজ্ঞাহীন কিশোরের পরিচয় নিশ্চিত হওয়া যায়।

সজ্ঞাহীন কিশোরের নাম ফরহাদ। সে পাংশা উপজেলার কুঠি মালিয়াট গ্রামের বক্কর আলীর ছেলে। পাখি ভ্যানের চালক।

রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন সজ্ঞা ফিরে পাওয়া কিশোর ফরহাদের সাথে কথা বলে জানা গেছে, অন্য দিনের মত শনিবার দুপুরে ভ্যান নিয়ে ভাড়া মারতে মাছপাড়ায় যায়। সেখান থেকে যাত্রীবেশি তিনজন তাকে প্রথমে খোকসার বনগ্রামে নিয়ে যায়। পরে তারা আবার তাকে ১৫ কিলোমিটার দূরের খোকসা রেল ষ্টেশনে নিয়ে নিয়ে যায়। এখানে অন্য একজন মহিলা আসার কথা বলে অপেক্ষা করতে থাকে। এক পর্যায়ে কিশোর ফরহাদকে তারা একটি জুস খাওয়ায়। এর পরে আর কিছুই বলতে পারেনা সে। তবে চোরচক্র সদস্যদের সে মুখ চেনে বলে জানায়।

কিশোর ভ্যান চালক ফরহাদের পরিবারের সদস্যরা জানায়, তিন সপ্তাহ আগে কিস্তির টাকা তুলে পাখি ভ্যানটি কিনেছিলো।