খোকসায় ইউনিয়ন পরিষদ প্রশাসন সম্পর্কে বিশেষ কোর্সের উদ্বোধন

0
184
খোকসা "ইউনিয়ন পরিষদ প্রশাসন সম্পর্কে অবহিত করন কোর্স" উদ্বোধন

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ইউনিয়ন পরিষদ প্রশাসন সম্পর্কে অবহিত করণ কোর্সের উদ্বাধন করা হয়েছে।

বুধবার সকালে উপজেলার হলরুমে এ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক মিনাল কান্তি দে।

খোকসা উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ্ উদ্দীন এর সভাপতিত্বে এ কোর্সে আরও অংশ গ্রহন করেন উপজেলার ৯ টি ইউনিয়নের চেয়ারম্যান, ২৭ জন নারী সদস্য ও ইউনিয়ন পরিষদের ৯০ জন সদস্য।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান ও কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা ।

মিনাল কান্তি দে বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করতে ইনিয়ন পরিষদ শক্তিশালী হতে হবে আর সেজন্যই প্রতিটা ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও নারী সদস্যদের কে সকল বিষয়ে সক্রিয় অংশগ্রহণ করতে হবে। সমাজ থেকে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও সর্বস্তরের জনসাধারণের স্বার্থে নিশ্চিতকল্পে সকলকে একযোগে কাজ করতে হবে।

়উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন বলেন, খোকসার সকল উন্নয়ন এবং সকল প্রকার কার্যক্রম পরিচালনা করা সম্ভব। আপনাদের মাধ্যমে আমরা বর্তমান সরকারের উন্নয়নমুখী সকল কার্যক্রম পরিচালিত করে মডেল উপজেলা হিসেবে খোকসাকে দেখতে চাই।