খোকসায় এক পরিবারের তিনজন করোনা আক্রান্ত

0
224
COV-19-12-P4

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় টানা তিন মাস পর এক পরিবারের তিনজনের করোনা সনাক্ত হয়েছে। তাদের একজনকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়ার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ দিন জেলায় ১১ জনের করোনা সনাক্ত হয়েছে।

শুক্রবার একজন স্বাস্থ্য কর্মীসহ একই পরিবারের তিন জন করোনা আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান সোহেল।

তিনি জানান, প্রথম ধাপে এ উপজেলার বাসিন্দার ও বহিরাগতসহ ১৪৬ জনের করোনা সনাক্ত হয়। প্রতিদিনই দুই/তিনটা করে পরীক্ষা পাঠানো হয় কুষ্টিয়া পিসিআর ল্যাবে। কিন্তু করোনা সনাক্তে রিপোর্ট আসেনি। বুধবার স্বাস্থ্যকর্মী জেসমিন আরা ও তার পরিবারের অপর দুই সদস্য সাইফুল আলম এবং মমতাজ খাতুনের নমুনা কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠানো হয়। শুক্রবার সেখান থেকে জানানো হয়, স্বাস্থ্য কর্মী ও তার পরিবারের দুই সদস্যের করোনা পজেটিভ ধরা পরেছে।

স্বাস্থ্য কর্মকর্তা জানান, নতুন করোনা আক্রান্তদের মধ্যে সাইফুল আলমের শরীরে অক্সিজেন কমে যাওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে স্থানান্তর করা হয়েছে।