খোকসায় কোয়ারেন্টাইনে থাকা শ্রমিককে খাদ্যসহায়তা দিল পুলিশ

0
130
QURINTINE-DRO-27-P16-compressed
প্রকতকী ছবি।

স্টাফ রিপোর্টার

সাভার ফেরত খোকসার গ্রামে হোম কোয়ারেন্টাইনে থাকা সন্দেহভাজন করোনা রোগী পোশাক শ্রমিকের অভুক্ত পরিবারকে রাতের আধারে খাদ্য সহায়তা পৌচ্ছে দিল থানা পুলিশ।

বুধবার রাত ১০ পর প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে সন্দেহভাজন করোনা রোগী ও পোশাক শ্রমিকের বাড়িতে খাদ্য সহায়তার চাল ডাল তেল লবন পৌছে দেন পুলিশের এক অফিসার।

জানা গেছে, জ্বর ঠান্ডা-কাশি ও গলার ব্যথাসহ করোনার উপসর্গ নিয়ে সাভার থেকে খোকসা বেতবাড়িয়া ইউনিয়নের বেতবাড়িয়ায় গ্রামের বাড়িতে ফিরে আসে পোশাক শ্রমিক হাবিল মন্ডল। এই খবর নিশ্চিত হওয়ার পর সোমবার রাতে ওই পোশাক শ্রমিককে নিজের বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শদেয় প্রশাসন। এরপর থেকে গ্রামবাসী ওই পরিবারটিকে জনবিচ্ছিন্ন করে ফেলে। ইতোমধ্যে খাবার ও ওষুধ সংকটে পরে ৯ সদস্যেও পরিবারটি।

বুধবার রাতে একজন উপ সহকারী মেডিকেল অফিসারের মাধ্যমে অভুক্ত পরিবারের খবর পৌচ্ছায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল আলমের কাছে। বৃষ্টি উপেক্ষা করে তাতক্ষনিক পুলিশের একটি দল খাদ্য সহয়তার চাল, ডাল, আলু আরকিছু সদায় নিয়ে ওই পোশাক শ্রমিকের বাড়িতে পৌচ্ছায়। সেই সহায়তার চাল ডাল দিয়ে ভুক্তভোগী পরিবারটির রাতের খাবার হয়েছে।

সন্দেহভাজন করোনা রোগী ও পোশাক শ্রমিকের সাথে মোবাইল ফোনে কথা বলা হলে, তিনি খাদ্যসহয়তার পাওয়ার কথা স্বীকার করে পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। চাল ও বাজার সদায় না থাকায় তার পরিবারের অধিকাংশ সদস্য বুধবার রাতে না খেয়ে ছিল। পুলিশের সহায়তায় তাদের খাবারের সমস্যা মিটেছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল আলম জানান, কোয়ারেন্টাইনে থাকা পোশাক শ্রমিকের বাড়িতে খাবার সংকটের কথা জানার সাথে সাথে বৃষ্টির মধ্যেই রাতের আঁধারে খাদ্যসহায়তার চাল-ডাল পৌছে দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামন জানান, রোগীর ওষুধের সংকট হওয়ার কথা না। প্রয়োজনী ওষুধ বৃহস্পতিবার সকালে পাঠানো হবে।