খোকসায় চিকিৎসক ও পোশাক শ্রমিক করোনায় আক্রান্ত

0
126
Hospital-Dro-20-p-16
করোনাজয়ী দম্পতিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ অপর এক পোশাক শ্রমিক নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে।

শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

তার দেওয়া তথ্য মতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ সায়েম এর শরীরে করোনা উপসর্গ দেখা দেয়। এক পর্যায়ে গত ১৮ জুন তার নমুনা সংগ্রহ করে কুষ্টিয়ার পিসিআর ল্যাবে পাঠানো হয়। এছাড়া একই দিনে নমুনা সংগ্রহ করা হয় পোশাক শ্রমিক রুহুলের। তার বাড়ি খোকসা উপজেলার গোপগ্রামে।

জানা গেছে, সম্প্রতি পোশাক শ্রমিক রুহুল আমিনের জ¦র আসে। জ¦র স্বাভাবিক নিয়মে চলেও যায়। কিন্তু চাকুরীতে যোগদানের জন্য কোভিড-১৯ নেগেটিভ সনদ পাবার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে নমুনা দেন। বিধিবাম হওয়ায় তার শরীরে ঘাতক ব্যাধি করোনা পজেটিভ শনাক্ত হয়।

শনিবার রাতে সিভিল সার্জনের কার্যলয় থেকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে এ তথ্য নিশ্চিত করা হয়। এরপর করোনা আক্রান্ত চিকিৎসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার কোয়ার্টারে হোম আইসোলেশনে আছেন। এছাড়াও আক্রান্ত পোশাক শ্রমিকের বাড়ি লকডাউন করা হয়েছে।

এ অব্দি খোকসা উপজেলাতে ১৭ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৮ জন সর্বশেষ সুস্থ হয়েছেন ডেন্টাল টেকনোলজিস্ট স্বপন সাহা ও অপর এক পোশাক শ্রমিক আমলাবাড়ি ইউনিয়নের জাকির হোসেন। বিগত সময়ে নমুনা পরীক্ষায় পজেটিভ আসা আকলিমা খাতুন ও তার স্বামী আজিমুদ্দিন সুস্থ হয়ে ওঠায় শনিবার খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আরও পড়ুন

ক্যাপ্টেন মাশরাফি কোভিড-১৯ শনাক্ত