খোকসায় জাতীয় শোক দিবস পালিত

0
116
খোকসায় জাতীয় শোক দিবস পালিত

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা অডিটোরিয়াম ও সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে উপজেলা প্রশাসনের উদ্দেগ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান, উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন, খোকসা পৌরসভার মেয়র তারিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামরুজ্জামান সোহেল, উপজেলা মৎস কর্মকর্তা রাশেদ হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, খোকসা থানার ওসি (তদন্ত) ইদ্রিস আলী, প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, সাংবাদিক সাইদুল ইসলাম প্রবীন ।

আরও দেখুন-খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!

আরও দেখুন-খোকসায় জাতীয় শোক দিবস পালিত

সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের ছাদে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার। আলোচনায় অংশ নেন, সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ (এম পি), মুজাহিদুল ইসলাম বাবলু, সাহেব আলী, সন্তোষ বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্ত।