খোকসায় জুয়েলার্সের আলমারী ভেঙ্গে স্বর্ণালংকার নিয়ে গেছে দুর্বৃত্ত্বরা

0
101
হলুদ বৃত্তের মধ্যেকার জানালা ও গ্রীল ভেঙ্গে দুর্বৃত্ত্বরা জুয়েলাসের কারখানায় প্রবেশ করে।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার থানার গেটের সামনে থেকে ৭৫ গজের মধ্যে একটি জুয়েলার্সের জানালার গ্রীল ভেঙ্গে ঢুকে প্রায় ৩ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে গেছে দুর্বৃত্ত্বরা।

শুক্রবার রাত ৯ টার পর দুর্বৃত্ত্বরা জননী জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানের পেছনের জানালা ভেঙ্গে প্রবেশ করে। থানার প্রধান গেট থেকে ওই জুয়েলাসের জানালা দূরত্ব ৭৫ গজের মধ্যে।

জুয়েলার্সের মালিক কল্লোল সরকার জানান, শুক্রবার দোকান বন্ধ ছিল। শনিবার সকালে দোকান খোলার পর কারখানার জানালা ও আলমারী ভাঙ্গা দেখতে পান। আলমারী ও টেবিলের ড্রয়ার ভেঙ্গে প্রায় আড়াই ভড়ি স্বর্ণ, ১০ ভড়ি রৌপ্যের অলংকার ও নগদ ১০ হাজার টাকা নিয়ে গেছে। সকালে ব্যবসায়ী নিজে থানায় গিয়েছিলেন। মৌখিক ভাবে পুলিশকে জানিয়েছেন।

দোকানের সিসি টিভির ফুটেজে দেখা গেছে, রাত ৯টা ৪৫ মিনিটের দিকে জননী জুয়েলার্সের কারখানার পেছনের দিকের জানালা ভেঙ্গে অল্প বয়সী একজন লোক ভিতরে প্রবেশ করে। সে ৮ থেকে ১০ মিনিটের মধ্যে কারখানার কর্মচারীদের আলমারী ও একাধিক ছোট টেবিলের একাধিক ড্রয়ার ভেঙ্গে ফেলে। ওই দুর্বৃত্ত্ব এ সময় সহযোগীদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ রাখছিল।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ সাথে কথা বলার জন্য তার সরকারী মোবাইলে কল করা হয়। শনিবার বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি ফোন রিসিভ করেনি।