খোকসায় ডায়াবেটিস উচ্চ রক্তচাপ প্রতিরোধ সম্পর্কে কার্যক্রম উদ্বোধন

0
148

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ডায়াবেটিস উচ্চ রক্তচাপ প্রতিরোধ সম্পর্কে সামাজিক সচেতনতা বাড়াতে কার্যক্রমের উদ্বোধন।

বুধবার সকালে শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বাংলাদেশ ডায়াবেটিক সমিতি নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম ও বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে ১৫ থেকে ৩৫ বছর বয়সীদের মধ্যে ডায়াবেটিকস ও উচ্চ রক্তচাপ নির্ণয় বিষয়ে গৃহীত কার্যক্রমের আওতায় দেশের ৯ জেলায় ১৬ টি স্থানে বিনামূল্যে বøাড সুগার, এইচ বি এ আই সি, রক্তচাপ, রক্তে চর্বি, কিডনি, হার্ট ও পায়ের জটিল পরীা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির কো-অর্ডিনেটর আহসানুল হক নবাব, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ডাক্তার আব্দুল্লাহ-আল- মামুন তুষার, রোভার গাইডার (ক্যাপ্টেন) রেঞ্জার ইউনিটি কুষ্টিয়া সরকারি কলেজ শাখার প্রধান প্রফেসর মোছাঃ ফিরোজা খাতুন, জেলা কমিশনার ও গার্লস গাইড জেব-উন-নিছা, খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, বাংলাদেশ স্কাউট এর উপজেলা সম্পাদক শরিফুজ্জামান বিল্লু, উপজেলা সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর প্রমুখ।

এ দিন প্রায় ১৩০ জন স্কাউটস, রোভার স্কাউট, ইয়াং অ্যাডাল্ট লিডারদের পরীা-নিরীা করে ব্যবস্থাপত্র দেওয়া হয়।