খোকসায় নজরুল স্মরণ উৎসব পালিত

0
267
kabi-nazrul-islam-droho
নজরুল স্মরণ উৎসব- ছবি দ্রোহ

নজরুল অসাম্প্রদায়িক চেতনার ধারক বাহক ছিলেন

স্টাফ রিপোর্টার 

কুষ্টিয়ার খোকসায় সাপ্তাহিক দ্রোহ পত্রিকার ব্যবস্থাপনায় নজরুল স্মরণ উৎসবের প্রধান আলোচক ভাইস প্রিন্সিপাল প্রফেসর শিশির রায় বলেন, নজরুল অসাম্প্রদায়িক চেতনার ধারক বাহক ছিলেন। দ্রোহের কবি নজরুলের অসাধরণ সৃষ্টির নানা দিক তুলে ধরেন তিনি।

জাতীয় কবি নজরুলের ৪৪ তম প্রয়ান দিবস উপলক্ষে বৈশ্বিক মহামারীর কারনে ভার্চুয়াল প্লাটফরম ইউটিউব এবং দ্রোহের ফেইসবুক পেজে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।

২৯ আগস্ট শনিবার রাত ৯টায় সাপ্তাহিক দ্রোহের প্রধান কার্যালয়ে ইউটিউব লাইভের মাধ্যমে নজরুল স্মরণ উৎসবে নজরুল সংগীত, কবিতা এবং নজরুলের জীবনী নিয়ে আলোচনা করা হয়। এ অনুষ্ঠানের আলোচক কুষ্টিয়া সরকারী মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর শিশির রায় সঞ্চালনা করেন।

উৎসবে সংগীত পরিবেশন করেন খোকসার সুশান্ত মজুমদার এবং কৌশিক জোয়ার্দ্দার। নজরুলের প্রেমিকা ফজিতুলনেচ্ছা কে লেখা একটি চিঠি আবৃত্তি করেন সাপ্তাহিক দ্রোহ’র সাব এডিটর সঞ্জয় বিশ্বাস।

প্রফেসর শিশির রায় জাতীয় কবির জীবনি তুলে ধরে বলেন, বাংলার বুকে কবি নজরুলের আগমন ধুমকেতুর মতন, তিনি ছিলেন দ্রোহের কবি, প্রেমের কবি এবং বিরহের কবি। মাত্র ৩২ বছর তিনি শাসন করেন বাংলা সাহিত্যের রাজত্ব। তার কবিতার মধ্যে যেমন বিদ্রোহের আগুন ছিল, তেমনি তার গানেও ছিল প্রেম আর বিরহের অতৃপ্ততা।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান সোহেল, প্রেস ক্লাবের সভাপতি মুনসী লিটন, সাপ্তাহিক দ্রোহের সম্পাদক তমা মুনসী, সাপ্তাহিক দ্রোহের ব্যবস্থাপনা সম্পাদক মুনসী তাজবির আহমেদ রাজা, সংগীত শিল্পী স্বপন মৃধা, প্রদীপ কর্মকার, সাপ্তাহিক দ্রোহের সাব এডিটর ফাহিম শাওন, স্টাফ রিপোর্টার সুমন বিশ্বাস, নাজমুল হাসান। এ অনুষ্ঠানটি লাইভ দেখাতে সহযোগিতা করে নাহিদুজ্জামান শয়ন এবং ভিডিও করেন লক্ষন সাহা।

দ্রোহের কবির রচিত গানের একমাত্র অনুবাদক প্রফেসর শিশির রায় তার “মিউজিক্যাল ট্রান্সলেশন অব নজরুল সংস” বইটির সৌজন্য সংখ্যা দ্রোহের সম্পাদক তমা মুনসী ও প্রেস ক্লাবের সভাপতি মুনসী লিটনকে উপহার দেন ।

আরও পড়ুন:
বলিউডের মাদক চক্র নিয়ে মুখ খুললেন কঙ্গনা
‘তুই আমারি’ গানের মডেল আজিজ-সুস্মিতা