খোকসায় পৃথক সংঘর্ষে আহত ১০

0
107
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে পৃথক সংঘর্ষে দুই পক্ষের ১০জন আহত হয়েছে।

জানা গেছে, উপলোর জয়ন্তী হাজরা ইউনিয়নের জয়ন্তী হাজরা গ্রামে বসত বড়িতে ঘর তোলা কেন্দ্র করে আবু খান ও বিশু খানের মধ্যে বিরোধ দেখা দেয়। তারা দু’জনে আপন ভাই। শুক্রবার দুপুরে গ্রামে আবু খানের শ্বশুর বাড়িতে এ নিয়ে বৈঠক শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে বাক-বিতান্ডা তার পরে হামলা পাল্টা হামলা শুরু হয়। দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ৮ জন আহত হয়।

এ ঘটনায় আহত সাদ্দাম মোল্লা (৬৫), আবু খান (৫০), দুলাল (২৩), জালাল উদ্দিন (৩৮), আক্তার (৩১), সিফাত (৩০), আলতাফ (২৪), আলাল (৩৫), হেলাল (৩০) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া। আহতদের মধ্যে ৬ জনকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

হাঁসে ক্ষেতের ধান তছরুপ করার ঘটনা কেন্দ্র দ্বিতীয় হামলা পাল্টা হামলা ঘটনা ঘটে একই গ্রামে। ছাত্তার মোল্লার উঠতি বরো ধানের জমিতে প্রতিবেশী আব্দুল্লার ৯/১০টি হাঁসে ধান তছরু করে। এ ঘটনায় জমির মালিক হাঁস তারাতে গেলে দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে জমির মালিক ছাত্তার মোল্লা ও প্রতিপক্ষের রুহুল আমিন নামের দুইজন আহত হয়।