খোকসায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দূর্গা উৎসব শেষ

0
96

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব দূর্গা পূজার শেষ হয়েছে।

এ বছর উপজেলার ৬৩ টি পূজা মন্ডপে মুর্তি তুলে সর্বজনীন দূর্গা পূজা অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকালে মন্ডপে মন্ডপে দশমী বিহিত পূজা সমাপন ও দর্পন বিসর্জনের পর প্রতিমা বির্সর্জনের প্রস্তুতি শুরু হয়। এর পর মন্ডপ গুলোতে গৃহীনি শুরু করে সব বয়সী নারী পুরুষ আবির ও সিঁদুর খেলায় মেতে ওঠেন। চলে বিকাল পর্যন্ত। বিকালে গড়াই ও সিরাজপুর হাওড় নদীর বিভিন্ন পয়েন্টে প্রতিমা নৌকায় তুলে ঘোরানো হয়। বেশ কিছু প্রতিমা মন্ডপ সংলগ্ন বড় পুকুর বা জলাশয়ে বিসর্জন দেওয়া হয়। রাত পৌনে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬০টি প্রতিমা বিসর্জন দেওয়া হয়। প্রতিমা বিসর্জনের পয়েন্ট গুলোতে গ্রামীন মেলা বসে। এসব মেলায় শখের মাটির হাড়ি, টেপা পুতুল, জিলাপীসহ নানা পন্যের দোকান বসে।

পূজা উপলক্ষে উপজেলা ব্যাপী জন নিরাপত্তা রক্ষায় পুলিশ আনসারসহ বিবিন্ন আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি উপজেলা প্রশাসনের তৎপরতা লক্ষা করা গেছে।

রাত পৌনে ৯ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের খোকসা শাখার সভাপতি নারায়ন চন্দ্র মালাকার জানান, ইতোমধ্যে ৬০টি প্রতিমা বির্সজন সম্পন্ন হয়েছে। বাঁকী তিনটি বির্সজনের প্রক্রিয়া চলছিল। তবে শান্তি পূর্ণ পরিবেশে পূজা সমাপণ করতে পেরে তিনি স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, আনসার বাহিনীসহ সর্বস্থরের রাজনৈতিক নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।