খোকসায় বজ্রপাতে শিশু শিক্ষার্থী মৃত্যু

0
78

স্টাফ রিপোর্টার

কালবৈশাখী ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে এক স্কুল ছাত্রী মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধায় কুষ্টিয়ার খোকসা উপজেলার শেখপাড়া বিহারিয়া গ্রামে বজ্রপাতে শিশু শিক্ষার্থী শাকিলা (১২) নিহত হয়।
ওই শিক্ষার্থী এ গ্রামের আব্দুল মতিন শেখের কন্যা। সে পাংশা উপজেলার দক্ষিন খদ্দোবসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

নিহত শিশুর চাচা আইনাল শেখ জানান, সন্ধ্যায় হঠাৎ কাল বৈশাখী ঝড় শুরু হয়। এ সময় শাকিলা নিজের বাড়িতে গাছের নিচে আম কুড়ানোর জন্য যায়। এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে ওই শিশু শিক্ষার্থী আহত হয়। পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও জরুরী বিভাগে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রাত সাড়ে সাতটার দিকে শিশু শিক্ষার্থী শাকিলাকে মৃত অবস্থায় জরুরী বিভাগে আনা হয়। বজ্রপাতে আহত হয়ে শিশু শাকিলার মৃত্যু হয়েছে বলে পরিবারের লোকেরা চিকিৎসক ডাঃ তনুজাকে অবহিত করেন।