খোকসায় যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ২০ যাত্রী আহত

0
120
Rta-khoksaf-Droho-7-p1
দুর্ঘটনা কবলিত বাস

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের খোকসায় যাত্রীবাহী একটি বাস সড়ক থেকে ছিটকে পরে কম পক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত বাসে প্রায় ৩০ জন যাত্রী ছিল।

সেমাবার সকালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ী গামী যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো জ-১১-০০৩৯ নম্বর গাড়িটি উপজেলার মির্জাপুর গ্রামের মধ্যে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে চাষের জমিতে ছিটকে পরে। স্থানীয়রা দুর্ঘটনায় আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় আহত হয়েছেন বাসটির চালকের সহকারী রাকিব (৩৫), হুজুর আলী (৫০), আব্দুর রাজ্জাক (৩৫), লুৎফর শেখ লুতু (৫৫), আতর আলী (৫৫), বাবলু (৪৫), শরিফুল আলম (৫৫), মতিয়ার (৪০), আইন উদ্দিন (৮৫), আলতাফ হোসেন (৫৬), আমির (৮),টুম্পা (৩০) ও সদর উদ্দিন (৬০)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় গুরুতর আহত রাকিব ও আতর আলীকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।

দুর্ঘটনা কবলিত বাসের যাত্রী লুৎফর শেখ দ্রোহকে জানান, চালক ঠিক-ঠাক যাচ্ছিল। ঘটনা স্থলে পৌছানো মাত্রই ১০/১২ বছরের এক ছেলে বাইসাইকেল নিয়ে সড়ক পারের চেষ্টা করলে চালক ব্রেক করে। আর এতেই ঘটে বিপত্তি। মুহুত্যের মধ্যে বাসটি সড়ক থেকে প্রায় ২৫ গজ দূরে ছিটকে পরে।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ তাসনিম আলম ছায়েম দ্রোহকে জানান, আহতদের মধ্যে দু’জনকে রেফার্ড করা হয়েছে। কয়েকজন নিজেরাই উন্নত চিকিৎসার জন্য অন্যত্র চলে গেছেন। ১১ জন রোগী এ হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে তাদের অবস্থা স্থিতিশীল আছে।

খোকসা থানার এসআই ইমদাদ জানান, আহতদের মধ্যে চালকের সহযোগী এই হাসপাতালে এসেছিল। তাকে সনাক্ত করার জন্য তিনি অপেক্ষা করছেন। দুর্ঘটনা কবলিত বাসটি স্পটেই রয়েছে।