খোকসায় রহস্যজনক আগুনে পুড়েগেলো দোকান ও খড়ের গাদা

0
135
Khoksa-fir-droho-20-p1

স্টাফ রিপোটার

কুষ্টিয়ার খোকসায় গ্রাম্য রাজনৈতিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকেরা একটি দোকান ও কয়েকটি খড়ের গাদা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছেন।

উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের উথুলি গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সাবেক ও বর্তমান মেম্বরদের বিরোধের জের ধরে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয় সূত্রগুলো দাবি করছে।

Khoksa-fir-droho-20-p2
রহস্য জনক আগুনে পুড়ে যাওয়া চায়ের দোকান

ক্ষতি গ্রস্থ দোকানী ও কৃষকরা জানায়, শনিবার দিনগত গভীর রাতে গ্রামের মধ্যের রজব আলীর চায়ের দোকান, কৃষক বিল্লাল হোসেন ও হেনার খড়ের গাদায় আকর্শিক ভাবে আগুন জ্বলে ওঠে। গ্রামবাসী চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। তবে তার আগেই দাকান ঘর ও খড়ের গাদা আগুনে পুড়ে ভষ্ম হয়ে যায়। এ ঘটনায় দোকানী ও কৃষকদের প্রায় অর্ধ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

সাবেক মেম্বর চাঁদ আলী দাবি করেন, গত ইউপি নির্বাচনের পর থেকে প্রতিপক্ষ বিজয়ী মেম্বরের অনুগতরা কয়েক দফায় তার অনুসারীদের বাড়িও ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়েছেন। এ ছাড়া তার অনুসারীদের কাছে চাঁদার দাবি ও হত্যার হুমকী দিয়ে আসছে। বিপক্ষের লোকেরা এবারও তার অনুসারীদের দোকান ঘরে ও খড়ের গাদায় আগুন দিয়েছে। তিনি এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

বর্তমান মেম্বর বদিয়ার রহমানের সাথে কথা বলা হলে তিনি জানান, প্রতিপক্ষ ক্ষমতাসীন দলের এমপি অংশের সাথে রাজনীতি করে। বিগত ইউপি নির্বাচনে তারা পরাজিত হয়। এ পর থেকে তার সমর্থকদের বিপদে ফেলতে তিন বছরে কমপক্ষে ৩ বার নিজেদের খড়ের গাদায় আগুন দিয়েছে। তারা থানা পুলিশ করেছে কিন্তু প্রমান করতে পারেনি। তাকে অপদস্ত করতে একই ভাবে এবাও নিজেরাই নিজেদের খড়ের গাদায় ও একটি খুপড়ি দোকানে আগুন দিয়েছে বলেও দাবি করেন।