খোকসায় সামাজিক দূরত্ব রজায় রেখে ত্রাণ বিতরণ

0
116

 

স্টাফ রিপোর্টার

সামাজিক দূরত্ব বজায় রেখে কুষ্টিয়ার খোকসায় করোনায় ঘরবন্দী ২শ দুস্থদের মধ্যে ত্রান সামগ্রী প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকালে খোকসা ডিগ্রী কলেজ ক্যাম্পাসে প্রথম বারের মত সামাজিক দূরত্ব বজায় রেখে প্রায় দু’শ দুস্থ পরিবারের কর্তাদের মধ্যে ত্রাণ সমগ্রী প্রদান করা হয়।

এর আগে রবিবার আশা এনজিওর জেলা ব্যাবস্থাপক গনেশ দাশ বস্তাজাত এই সব ত্রান সামগ্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।

সকালে ডিগ্রী কলেজ ক্যাম্পাসে ত্রাণ বিতরনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরীন কান্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক, আশা খোকসা শাখার ব্রাঞ্চ ম্যানেজার বিকাশ কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজিবুল হক, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান সেলিম রেজা, গোপগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন প্রমুখ। ত্রাণ বিতরণে সার্বিক সহায়তা করেন জোনাকির আলো নামের একটি স্বেচ্ছা সেবী সংগঠনের কর্মকর্তারা।