খোকসায় হ্যান্ড গ্রেনেড উদ্ধার

0
136

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় এক অতালিকাভুক্ত মুক্তিযোদ্ধার বাড়ির শিশুল গাছ কাটার সময় পাওয়া একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার দুপুরে উপজেলা শিশুলিয়া ইউনিয়নের বসোয়া গ্রামের অতালিকা ভুক্ত মুক্তিযোদ্ধা মৃত আব্দুর রহিমের বাড়ি ঘর থেকে মরিচাপরা হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করা হয়।

মুক্তিযোদ্ধার বৃদ্ধা স্ত্রী রিজিয়া খাতুন জানান, কয়েক মাস আগে তার বাড়ির একটি শিমুল গাছ বিক্রি করা হয়। গাছটি কাটার সময় শ্রমিকরা গ্রেনেডটি উদ্ধার করে। তিনি সেটি মুক্তিযোদ্ধা স্বামীর স্মৃতি হিসেবে ধুয়ে পরিস্কার করে নিজের শোবার ঘরে ধানের মাচালের পাশে মাটিতে রেখে দেন। গ্রেনেট রাখার পর নিজের মধ্যে ভয়ের সঞ্চার হলে তিনি নিজে থানা পুলিশকে খবর দেবার উদ্যোগ নেন। পরে পুলিশ গ্রেনেডটি উদ্ধার করে বসোয়া বাজারের পাশে মাঠের মধ্যে বাঁশ দিয়ে ঘিরে লাল ফাগ টাঙিয়ে রেখে আসে।

মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান জানান, ওই এলাকায় তাদের অস্থায়ী ক্যাম্প ছিল। গ্রেনেডটি স্বাধীনতা যুদ্ধের সময়ের হতে পারে।

এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান, স্থানীয়দের খবরের ভিত্তিতে পরিতক্ত অবস্থা গ্রেনেটি উদ্ধার করা হয়। সেটি নিরাপদে রাখা হয়েছে। বোম ডিস্পোজাল টিমকেও খবর দেওয়া হয়েছে। অনুমান করা হচ্ছে গ্রেনেডটি মুক্তিযুদ্ধের সময়ের হতে পারে।