খোকসা-কুমারখালীর এমপি পিকআপ উপহার দিলেন পুলিশকে

0
112
পিকআপের চাবি হস্তান্তর করছেন এমপি

কুষ্টিয়া প্রতিনিধি

থানা পুলিশের কার্যক্রমকে আরো গতিশীল করতে ব্যক্তিগত অর্থায়নে কুমারখালী থানা পুলিশকে পিকআপ কিনে দিলেন কুষ্টিয়া-৪ কুমারখালী খোকসা আসনের এমপি।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া-৪ কুমারখালী খোকসা আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমানের হাতে পিকআপের চাবি হস্তান্তর করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক, থানার সেকেন্ড অফিসার এস আই শরীফুল ইসলাম, রানা টেক্সটাইলের পরিচালক মাসুদ রানা, এস আই হাসানুর রহমানসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, একটি পিকআপের অভাবে পুলিশকে সার্বক্ষণিক আইন-শৃঙ্খলা রক্ষা বিশেষ করে দূর-দূরান্তে যাতায়তের ক্ষেত্রে যথেষ্ট বেগ পেতে হচ্ছিল। বিষয়টি জানতে পেরে সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ তাৎক্ষণিকভাবে কুমারখালী থানা পুলিশের জন্য পিকআপ ভ্যানের ব্যবস্থা করে দেন।
তিনি এই মহতী উদ্যোগের জন্য সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, এমপির দেওয়া এই পিকআপটি ৯৯৯ পুলিশের জরুরি সেবা কার্যক্রমের জন্য ব্যবহার করা হবে।

পরে একাধিক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে পান্টি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় যুবলীগের প্রেসিযিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি বলেন, দলের মধ্যে থেকে দলের সুযোগ সুবিধা নিয়ে দলকে যারা পিছন থেকে ছুরি মারে তাদের উচিৎ জবাব দিতে হবে। আওয়ামী লীগ এই উপমহাদেশের সবচেয়ে শক্তিশালী সংগঠন। এই সংগঠনের মার্কা নৌকা। বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনা নৌকার হালকে শক্ত করে ধরে দেশে উন্নয়ন কাজ এগিয়ে নিয়ে চলেছেন। শুধু রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট নয়, দেশে মানবিক, বুদ্ধিভিত্তি ও সমৃদ্ধশালী উন্নয়ন করে চলেছেন।

তিনি বলেন, আওয়ামী লীগ ছাড়া দেশে কোন মৌলবাদী দল ক্ষমতায় আসতে পারবে না। বিএনপি, জামাতসহ বিভিন্ন মৌলবাদী দল ধর্মীয় উসকানীর মধ্য দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। ধর্মকে পুঁজি করে তারা ক্ষমতার মসনদে বসতে চাই। তিনি নেতা-কর্মীদের সব সময় সজাগ থেকে নৌকার জন্য কাজ করে করে যাওয়ার আহবান জানান।