নিখোঁজ প্রতিবন্ধি অটো চালককে পাংশা থেকে উদ্ধার

0
243
Rm‡Mmy„m-wcM-7-o-7-compressed

দ্রোহ প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসা বাসষ্ট্যান্ড থেকে নিখোঁজ প্রতিবন্ধি অটো চালককে সংজ্ঞাহীন অবস্থায় পাংশা থেকে উদ্ধার করা হয়েছে।

প্র্রতিবন্ধি অটো চালকের বাড়ি উপজেলা আমবাড়িয়া ইউনিয়নের আমবাড়িয়া গ্রামে। তার বাবার নাম মঞ্জু
মোল্লা।

জানা গেছে, শনিবার বিকালে খোকসা বাসস্ট্যান্ড থেকে কুমারখালী যাওয়ার কথা বলে যাত্রীবেশী ছিনতায় কারীরা প্রতিবন্ধি অটো চালক নাসিরকে নিয়ে যায়। এর পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। রবিবার সকালে পাংশা বাসষ্ট্যান্ড এলাকা থেকে সংজ্ঞাহীন প্রতিবন্ধি অটো চালক নাসিরকে উদ্ধার করে গ্রামবাসী। পরে খবর পেয়ে পরিবারের লোকেরা তাকে নিয়ে এসে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

চিকিৎসাধীন প্রতিবন্ধি অটো চালক নাসির জানায়, শনিবার বিকালে খোকসা বাসষ্ট্যান্ড এলাকা থেকে ৪ যাত্রী তার অটো রিজার্ভ করে কুমারখালীর উদ্যেশে রওনা হয়। এক পর্যায়ে যাত্রীরা তাকে একটি ফ্লিং ষ্টেশনে নিয়ে যায়। সেখান থেকে তাকে কেক ও কোমলপানিও খাওয়ায়। এ পর সে সংজ্ঞা হারিয়ে ফেলে। রবিবার সকালে সে জ্ঞান ফিরে পায়। পরে পরিবারে লোকেরা তাকে হাসপাতালে নিয়ে আসে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স কুতুব উদ্দিন জানান, কোমল পানিওর সাথে নেশাজাত কিছু মিশিয়ে খায়ানোর ফলে সে সংজ্ঞা হারিয়ে ফেলে। তার সুস্থ হতে সময় লাগবে।