স্টাফ রিপোর্টার
২০ ফেব্রুয়ারি শনিবার খোকসা প্রেসক্লাবের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হবে।
বিকাল ৩টায় প্রেসক্লাবের নিজস্ব হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসা হক আলী, খোকসা থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা কামরুজ্জামান সোহেল, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খোকসা প্রেসক্লাবের সভাপতি মনসী লিটন, অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন।
খোকসা প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে স্বস্থরের সাংবাদিক লেখক ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।