খোকসা হানাদার মুক্ত দিবস পালিত

0
171
khoksa-Droho-4-p1

স্টাফ রিপোর্টার

আজ ৪ ডিসেম্বর। খোকসা হানাদার মুক্ত হয়েছিল এ দিনে। মহান মুক্তিযুদ্ধে চুড়ান্ত বিজয় অর্জনের ১২ দিন আগে হাতেগোনা কয়েকজন মুজিব বাহীনর সদস্য রাতের আধারে খোকসা থানায় অভিযান চালায়। সূর্যদয়ের আগেই রাজাকার সদস্যসহ পুলিশ সদস্যদের আত্মসমর্পণে বাধ্য করে এই বাহিনীর সদস্যরা। হানাদার মুক্ত হয় খোকসা।

khoksa-Droho-4-p2

খোকসা মুক্তদিবসটি পালনে শুক্রবার সকালে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে মুক্তিযোদ্ধা সংসদের হল রুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন, থানা ভারপ্রাপ্ত কমর্কর্তা কামরুজ্জামান তালুকদার, উপজেলা কৃষিকর্মকর্তা সবুজ কুমার সাহা, আব্দুল মালেক প্রমুখ। সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক।