গাংনীতে নির্বাচনী সহিংসতায় ২ ভাই নিহত

0
100
ছবি সংগৃহীত

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনীর গ্রামে নির্বাচনী প্রচার অভিযানে অংশ নেওয়া দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপরা। এসময় ইউনিয়ন পরিষদ সদস্য গ্রার্থীসহ ১০ জন আহত হয়েছেন।

সোমবার সকালে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের লীনারায়ণপুর ধলাগ্রামে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে।

প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন – লীনারায়ণপুর ধলা গ্রামের সুলতান মিয়ার দুই ছেলে জাহারুল ইসলাম (৪৮) ও সাহাদুল ইসলাম (৪৫)।

কাথুলী ইউনিয়নের লীনারায়নপুর ধলা গ্রামের সদস্য প্রার্থী আজমাইন হোসেন টুটুল অভিযোগ করেন, গ্রামের মধ্যে ভোট চাইতে গেলে প্রতিদ্ব›িদ্ধ ইউপি সদস্য প্রার্থী আতিয়ার রহমানের নেতৃত্বে তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। আমার চাচাত দুই ভাইকে কুপিয়ে হত্যা করে তারা। এসময় আমি প্রাণ বাঁচাতে দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নিই। পরে পুলিশ সদস্যরা আমাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে ভর্তি করে।

প্রতিদ্ব›িদ্ধ ইউপি সদস্য প্রার্থী আতিয়ার রহমানের সাথে কথা বলার জন্য তার মুঠোে ফোনে কলা করা হয় কিন্তু সেটি ঊহৃ পাওয়া যায়।

গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, সহিংসতার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।