গোয়ালন্দে পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

0
103
goalondo-thana-Dro-26-P-11-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

গোয়ালন্দ ঘাট থানায় এক পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়েছে। তার সংস্পর্শে আসা ওই থানার অন্য পুলিশ সদস্যরা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ৎ

মঙ্গলবার দুপুরে ওই পুলিশ সদস্য (২৫) করোনা ভাইরাস পজেটিভ বলে নিশ্চিত করেন গোয়ালন্দ উপজেলা স্থাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ মাহমুদ। এরপর সোমবার ও মঙ্গলবার ওই পুলিশ সদস্যের সংস্পর্শে আসা আরও অন্তত ২০ জন পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে তিনি জানান।

জানা গেছে, করোনা ভাইরাস আক্রান্ত ওই পুলিশ সদস্য রাজবাড়ী জেলা পুলিশ লাইন থেকে গোয়ালন্দে দায়িত্ব পালন করে আসছিলেন। তার পজেটিভ রেজাল্ট পাওয়ার পর তাকে স্বাস্থ্যবিধি মেনে পুলিশ লাইনে ফিরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্পোরেশনের গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে কর্তব্যরত ৫ সদস্য ও তাদের আবাসিক ম্যাসের রাধুনী করোনা ভাইরাস সংক্রমিত হয়। পরবর্তীতে তাদের সংস্পর্শে আসা আরো দুইজনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান জানান, সব সময়ই নানা ধরনের ঝুঁকি নিয়ে পুলিশকে কাজ করতে হয়। ঝুঁকি থাকলেও এলাকার সব ধরনের পুলিশী সেবা স্বাভাবিক রাখা হয়েছে। তিনি আরও জানান, গোয়ালন্দ ঘাট থানার পুলিশ সদস্যদের দু’টি ভাগ করে স্থানীয় শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে রাখা হয়েছে। যাতে এক জায়গায় কেউ আক্রান্ত হলেও অপর সদস্যগণ সেবা অব্যাহত রাখতে পারেন।