গ্রেফতারের পরে রিজেন্টের সাহেদকে ঢাকায় নেওয়া হয়েছে

0
106

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট প্রদান, অর্থ আত্মসাৎ, শিক্ষার্থীদের জাল সণদ বিতরণসহ নানা প্রতারণার অভিযোগে দেশের প্রতারণার আইডল রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে সাহেদকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

Sahed-Dro-14-7-p-2
উদ্ধারকৃত অস্ত্র

বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীরের সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, প্রতারক সাহেদের গ্রামের বাড়িও সাতক্ষীরায়।

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার এই তথ্য নিশ্চিত করেছেন।

Sahed-Dro-14-7-p-3
গোফ কেটে বোরকা পড়ে পালানোর সময় সাহেদ গ্রেফতার

তিনি বলেন, করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়াসহ নানা ভয়াবহ প্রতারণার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি রিজেন্ট চেয়ারম্যান সাহেদ করিমকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন- সাহেদ প্রতারণা জগতের আইডল, ছাড় দেননি শিক্ষার্থীদেরও

র‌্যাবের বিশেষ অভিযানে বুধবার ভোর সাড়ে ৫টা নাগাদ সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে হেলিকপ্টার যোগে ঢাকায় আনা হয়েছে।