ঘুড়ি ওড়াতে গিয়ে প্রাণ গেল কিশোরের

0
86
Jhenaidah-Dro-7-p-2
ঝিনাইদহের প্রতিকী ম্যাপ

ঝিনাইদহ প্রতিনিধি

করোনাকালের অলস সময়ে ঘুড়ি ওড়াতে গিয়ে প্রাণ গেল সুমন হোসেন (১৪) নামের এক কিশোরের।

বৈশ্বিক এই মহামারীর অলস সময়ে গ্রামে গঞ্জে বিকেল হলেই আকাশে দেখা মেলে রং-বে রংয়ের ঘুড়ি। তবে এ বছর ঘুড়ি ওড়ানোর আনন্দে প্রাণ গিয়েছে বেশকিছু কিশোরের। তেমনি এক ঘটনা ঘটেছে বুধবার বিকালে ঝিনাইদহ জেলার ধর্মপাড়া গ্রামে।

আরও পড়ুন- নজরদারির বাইরে ছিলেন না সাহেদ -র‌্যাব ডিজি

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে ঘুড়ি নিয়ে গ্রামের মাঠে ওড়াতে যায় কিশোর সুমন। সন্ধ্যা ঘনিয়ে এলে ঘুড়ি নিয়ে বাড়ি ফেরার জন্য নাটাই গুছিয়ে ঘুড়ি ধরতে গেলে ঘুড়ির শিং এ চোঁখ ও মাথায় আঘাত পায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় কিশোরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোরে সুমন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

শৈলকুপার কচুয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ শামসুজ্জোহা ঝিনাইদহের কিশোর সুমনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।