চুয়াডাঙ্গায় জমির সীমানা নিয়ে বিরোধে একজন খুন

0
106
CHADUNGA-DROHO-2JUN-P2
প্রতিকী ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় বসতবাড়ির জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক জন নিহত হয়েছে।

শুক্রবার রাতে দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া গ্রামের হামলায় নিহত হয়েছেন শফিকুল ইসলাম (৪০)। নিহত শফিকুল উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড়বলদিয়া গ্রামের মাঝপাড়ার শুকুর আলীর ছেলে।

দর্শনা থানার পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বসতবাড়ির জমির সীমানা নিয়ে শফিকুল ইসলাম ও প্রতিবেশী আবুল কালামের সঙ্গে বেশ কয়েক মাস ধরে বিরোধ চলে আসছিল। বিরোধ নিষ্পত্তিতে উভয় পক্ষ সার্ভেয়ার দিয়ে জমির মাপ করিয়ে নেয়। এতে আবুল কালামের দখলে শফিকুলের জমি পাওয়া যায়।

শুত্রবার সন্ধ্যায় দখলকৃত জমি ছেড়ে দেওয়ার জন্য কথা বললে আবুল কালাম পরিবারের লোকজনকে সঙ্গে নিয়ে শফিকুলের উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে দর্শনা থানার পুলিশ রাত সাড়ে আটটার দিকে শফিকুলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত শফিকুলের ছেলে আসাদুজ্জামান বাদী হয়ে রাতেই দর্শনা থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় আবুল কালামসহ সাতজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও দুজনকে আসামি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় এজাহারভুক্ত একজন আসামি তাজেরা বেগমকে (৪০) গ্রেপ্তার করেছে।

দর্শনা থানার ওসি (তদন্ত) শেখ মাহবুবুর রহমান বলেন, শফিকুলের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।