চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

0
109

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক শিশু নিহত। অপর দুইজন তরিতাহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে দামুড়হুদা উপজেলার নতুন হাউলি গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল্লাহ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশু এ গ্রামের মাঠপাড়ার ভ্যানচালক সুজন আলীর ছেলে। দুই ভাই-বোনের মধ্যে আব্দুল্লাহ ছিল বড়।

প্রত্যদশীরা জানান, সকাল ১১টার দিকে আব্দুল্লাহ বাড়ির পাশে টিউবয়েলে পানি খেতে যায়। এসময় আগে থেকে বিদ্যুতায়িত হয়ে থাকা টিনের বেড়ায় হাত দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে শিশুটি মারা যায়।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎক ডা. শারমিন জানান, হাসপাতালে আনা আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

এ ছাড়া বৃহস্পতিবার সকালে জীবননগরে বিদ্যুৎস্পৃষ্টে শরীফুল ইসলাম (২৪) ও জুলহাস উদ্দীন (১৮) নামের দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

শরীফুল ইসলাম পৌরসভার আঁশতলা পাড়ার তুতা মিয়ার ছেলে এবং জুলহাস খয়েরহুদা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।

প্রত্যদর্শীরা জানান, জীবননগরের শাপলা কলি পাড়ার শাহাজাহান আলীর বাড়ির দ্বিতীয় তলায় এসএস পাইপের কাজ চলছিল। এ সময় এক শ্রমিকের হাতে থাকা এসএস পাইপ বিদ্যুতের মেইন লাইন স্পর্শ করে। এ ঘটনায় গুরুতর আহত শ্রমিকদেও উদ্ধা কওে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে শরীফুল ইসলামকে অবস্থার অবনতি হলে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

আহত শরীফুলের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে বলে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক হেলেনা আক্তার নিপা জানান।