ছেঁউড়িয়ায় লালন স্মরণ উৎসব হচ্ছে না

0
141
Lalon-kushtia-24-p-3

কুষ্টিয়া প্রতিনিধি

দেশ ব্যাপী করোনার প্রভাব বৃদ্ধির ফলে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন স্মরণ উৎসবের অনুষ্ঠান হচ্ছে না।

একাডেমীর সভাপতি ও জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম বুধবার বিকালে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন দোল পূর্ণিমার তিথিতে লালন স্মরন উৎসব করা হলে প্রচুর লোকের সমাগম হতে পারে। এতে করোনা ভয়াবহ আকার ধারণ করতে পারে। তাই এবার লালন স্মরণ উৎসবের অনুষ্ঠান বন্ধ ঘোষনা করা হয়েছে।

গত বছরও বাউল স¤্রাট সাধক লালন ফকিরের মৃত্যু বার্ষিকের অনুষ্ঠান বাতিল করেছিল লালন একাডেমী।

উল্লেখ্য, প্রতি বছর দোল পূর্ণিমার তিথিতে লালন স্মরণে তিন দিনের অনুষ্ঠান করে থাকে একাডেমী। মার্চের শেষ দিকে এ বছরের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এ অনুষ্ঠানে দেশ-বিদেশ থেকে হাজার হাজার বাউল, ফকির আর দর্শনার্থীরা অংশ নিয়ে থাকেন।