জয়পুরহাটে আর্ন এন্ড লিভের উদ্যোগে সেলাই মেশিন প্রদান

0
137

স্টাফ রিপোর্টার

স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্ড লিভের উদ্যোগে জয়পুর হাটে এক হতদরিদ্র পরিবারকে সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

জয়পুরহাট শহরের হত দরিদ্র প্রতিবন্ধি নৈশ্য প্রহরী রাজকুমার ও তার পরিবারকে আনুষ্ঠানিক ভাবে সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী ফরিদা ইয়াসমীন জেসীর পক্ষ থেকে সেলাই মেশিন ও নগদ টাকা প্রদান করা হয়।

সংগঠনের ঢাকা অফিসের সহযোগীতায় বুধবার দুপুরে শহরের বৈরাগীর মোড় এলাকায় নৈশ্য প্রহরী রাজকুমারের বাড়িতে গিয়ে তার স্ত্রী গিতুরানীর হাতে সেলাই মেশিন ও নগদ টাকা তুলে দেন জয়পুরহাট পৌরসভার স্থানীয় মহিলা ওয়ার্ড কাউন্সিলর পাপীয়া বারীক।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য আজিজার রহমান, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, বিএনপি নেতা ফজলে বিন রয়েল, বিশিষ্ট ব্যাবসায়ী বিপ্লব হোসেন, ফারুক হোসেন, মোস্তফা আহম্মেদ বাবু, ফেরদৌস হোসেন প্রমুখ।

আরো পড়ুন – কুমারখালীতে হারিয়ে যাওয়া টাকা ফেরত পেলেন মাদ্রাসার অধ্যক্ষ

আর্ন এন্ড লিভ ২০১৫ সাল থেকে প্রতিবন্ধি ও দরিদ্র মানুষের কল্যানে কাজ করে চলেছে। দেশের বিভিন্ন জেলা-উপজেলায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।