ঝিনাইদহে আ: লীগের বহিষ্কৃত নেতারা সংবাদ সম্মেলেন করেছেন

0
90
JHENIDA-DROHO-24-P3

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিনাকুন্ডু পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে দল থেকে বহিষ্কারের প্রতিবাদে বহিষ্কৃতরা নেতারা সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছেন।

শনিবার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ হরিনাকুন্ডুর উজেলার তিন নেতাকে বহিষ্কার করে।

এ ঘটনার প্রতিবাদে রবিবার দুপুরে উপজেলার শীতলি-পায়রাডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন মশিউর রহমান জোয়ার্দার।

এ সংবাদ সম্মেলনে সদ্য বহিস্কৃত হরিণাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরীফুল ইসলাম শরীফ ও হরিনাকুন্ডু পৌর মেয়র শাহিনুর রহমান রিন্ট উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মশিউর জোয়ার্দ্দার দাবি করেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর প্রত্যক্ষ মদদে তাদের বহিষ্কার করা হয়েছে। গত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন লাভ করেন। কিন্তু সে সময়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নৌকা প্রতিকের বিপক্ষে অবস্থান নেন। বিষয়টি ওই সময় জেলা ও কেন্দ্রের নেতাদের অবগত করা হয়।

মশিউর রহমান জোয়ার্দার দাবি করেন, তিনি সুযোগ বুঝে আমাদেরকে অন্যায় ও বেআইনীভাবে বহিষ্কার করেছেন। যা দলীয় গঠনতন্ত্র বিরোধী। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার কোন সত্যতা নেই। বিষয়টি নিয়ে তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের হস্তক্ষেপ কামনা করেন। একই সাথে তিনি এই বহিস্কার আদেশ প্রত্যাহারের দাবি জানান।