ঝিনাইদহে করোনায় ৫ জনের মৃত্যুু

0
103
Covid-19-Dro-27-p-3-compressed
প্রতিকী ছবি।

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে সাবেক দুই ব্যাংক কর্মকর্তা ও একজন আইনজীবীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন, ঝিনাইদহ জেলা জজ আদালতের সিনিয়র আইনজীবী নেতা এ্যাডঃ মকছেদ আলী, ঝিনাইদহ জনতা ব্যাংকের সাবেক সিনিয়র অফিসার শামসুল ইসলাম খান, একই ব্যাংকের সাবেক অফিসার কুশাবাড়িয়া গ্রামের রজব আলী, শহরের কলাবাগানপাড়ার কাপড় ব্যাবসায়ী কালিপদ সাহা ও ঝিনাইদহ শহরের নতুন কোর্টপাড়ার বেলায়েত হোসেন।

এই পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৩৭ জনের মৃত্যু হলো। ঝিনাইদহ ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, সিনিয়র আইনজীবী এ্যাডঃ মকছেদ আলীর করোনা শনাক্ত হলে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার দুপুরে তিনি মৃত্যু বরণ করেন। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার জেলা শহরের আপরাপপুর এলাকার জনতা ব্যংক কর্মকর্তা শামসুল আলম খান, শনিবার শহরের কলাবাগান পাড়ার সুধীর পদ সাহার ছেলে কালীপদ সাহা, নতুন কোর্টপাড়ার আব্দুল লতিফের ছেলে বেলায়েত হোসেন ও সদরের ঘোড়শাল ইউনিয়নের কুশাবাড়িয়া গ্রামের জনতা ব্যাংকের সাবেক কর্মকর্তা রজব আলী রবিবার সকালে মারা যান।

আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আমিনুল ইসলামের নেতৃত্বে মৃত ব্যাক্তিদের দাফন করা হয়।