ঝিনাইদহে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত

0
119

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। জেলা সদরের স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীরা এ র‌্যালীতে অংশ গ্রহন করে। পদ্মা সেতুর আদলে পায়রা চত্বরে তৈরী করা হয়েছে প্রতিকী পদ্মা সেতু।

ঐতিহাসিক এ অর্জন স্মরণীয় করে রাখতে ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগে আলোকসজ্জাসহ বর্ণিল সাজে সজ্জিত হচ্ছে গোটা জেলা শহর। উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, আতশবাজি, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ণাঢ্য আয়োজন।

আরো পড়ুন – প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্যদিয়ে স্বপ্নের পদ্মা সেতুর যাত্রা

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম জানান, শত বাধা-বিপত্তি, বিশ্ব ব্যাংকের ভিত্তিহীন অভিযোগ ও ষড়যন্ত্র উপো করে পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন তাঁর বাবার মতো আপোষহীন, অটল ও অবিচল। জাতিকে পদ্মা সেতু উপহার দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতি কৃতজ্ঞচিত্তে স্বরণ করবে চিরকাল।