ঝিনাইদহে র‌্যাবের ভ্রাম্যমান আদালত’র অভিযান

0
120
JHENIDA-RAB-DROHO-6-P3

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ শহরে মিষ্টির কারখানা, বিস্কুট তৈরীর কারখানা ও নকল কসমেটিক্স মজুত রাখা গোডাউনে র‌্যাবের ভ্রাম্যমান আদালতর অভিযান চালিয়েছে। ভেজাল পন্য উৎপাদন ও মজুত রাখার দায়ে এ সব প্রতিষ্ঠানকে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে এ আদালত।

শনিবার ঝিনাইদহ র‌্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিন এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি সোহেল পারভেজ এর নেতৃত্বে র‌্যাব ঢাকা কুর্মিটোলা সদর দপ্তরের ম্যাজিস্ট্রেট নাদির শাহ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল এবং ওষুধ প্রশাসনের রেহান হাসান শহরের বিভিন্ন স্থানে মোবাইলকোর্ট পরিচালনা করেন।

অভিযানে ২ টি মিষ্টির কারখানা, ১টি বিস্কুট কারখান, ১টি নকল কসমেটিক্স মজুত করায় চার ব্যক্তিতে পৃথক পৃথক তিন লক্ষ সত্তর হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন এ আদালত। অভিযানে উদ্ধার করা ভেজাল খাদ্য সামগ্রী এবং বিপুল পরিমাণে নকল ও অননুমোদিত কসমেটিক্স সামগ্রী ধ্বংস করা হয়।

ভ্রাম্যমান আদালতে দন্ডিতরা হলে গোলাম মোস্তফা, সুব্রত ঘোষ, রবি ঘোষ, শেখ জামান আহমেদ, হীরা বেকারী এন্ড কারখানার মালিক।