ঝিনাইদহে শীলা বৃষ্টিতে ফসলের তি হয়েছে

0
134

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ৪৫ মিনিটের ঝড় ও শীলা বৃষ্টিতে ফসলের ব্যাপক তি হয়েছে। সর্বাধিক তির মুখে পরেছে গম, ভুট্টা, সবজি, কলাবাগান ও আমের মুকুল।

রবিবার বিকালে ঘটে যাওয়া ঝড়ের পর সদর উপজেলার শহরের পাশ্ববর্তী কয়েকটি গ্রাম ঘুরে দেখাগেছে ঝড় ও বৃষ্টিতে গমের গাছ গুলো মাটিতে লুটিয়ে পরেছে। এ ছাড়া ভুট্টাগাছ, সবজিসহ অন্যান ফসলের ব্যপক ক্ষতি হয়েছে।

সদর উপজেলার বংকিরা গ্রামের কৃষক আজমুল বিশ্বাস, বাবুল বিশ্বাসসহ অন্যরা জানান, ক্ষেতে ভুট্টা ছিল। বিকালের ঝড়ে এক-তৃতীয়াংশ গাছ মাটিতে পড়ে গেছে। ফলে ফলনের মারাত্বক ক্ষতি হবে।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম বলেন, বৃষ্টি বা ঝড় ণস্থায়ী হওয়ায় ফসলের তেমন কোনো তি হবে না। কৃষক যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন, তাহলে এখান থেকেও ভালো ফলন পাবেন।