ঝিনাইদহে সাংবাদিকের নামে মামলা করেছে বরখাস্ত ব্যাংকার

0
104
jhanida-droho-16-11-2020-p-3

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে কৃষকের নামে ভুয়া ঋণ দেখিয়ে ২ কোটি টাকা আত্মসাতের দায়ে সাময়িক বরখাস্ত দুই ব্যাংক কর্মকর্তা এবার সাংবাদিক ও ব্যাংক ব্যবস্থাপকের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। এ ঘটনায় সর্বস্থরের সাংবাদিকসহ সাধারণ মানুষের মধ্যে ক্ষোবের সৃষ্টি হয়েছে।

কালীগঞ্জ অগ্রনী ব্যংকের দুই কোটি টাকা আত্মসাতের দায়ে সাময়ীক বরখাস্ত কর্মকর্তা কর্মকর্তা আব্দুস সালাম ও আজির উদ্দীন আদালতে এই অভিযোগ দায়ের করেন।

সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আমলী আদালতে সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তা আব্দুস সালাম ও আজির উদ্দীন পৃথক ভাবে অভিযোগ দুইটি দায়ের করেন। ৫০০/৫০১ ধারার অভিযোগে তিনি দাবি করেন, দৈনিক নবচিত্র পত্রিকার বার্তা প্রধান জেলার সিনিয়র সাংবাদিক আসিফ কাজল ও দৈনিক যুগান্তরের কালীগঞ্জ প্রতিনিধি শাহরিয়ার রহমান সোহাগ সংবাদ প্রকাশ করায় তাদের সম্মানের ক্ষতি সাধিত হয়েছে। এবং তারা আর্থিক ভাবে ক্ষতির শিকার হয়েছেন। তবে এই মামলায় প্রধান আসামী করা হয়েছে কালীগঞ্জ অগ্রনী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ নাজমুস সাদাতকে। বিজ্ঞ আদালত অভিযোগটি তদন্তের জন্য কালীগঞ্জ থানার ওসিকে নিদের্শ দিয়েছেন।

সাংবাদিকের নামে মিথ্যা ও হয়রানীমুলক অভিযোগ দাখিলে জেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে প্রতিবাদের ঝড় উঠেছে। ঝিনাইদহ, কালীগঞ্জ, শৈলকুপা, হরিণাকুন্ডু, মহেশপুর ও কোটচাঁদপুরে কর্মরত সাংবাদিক, প্রেসক্লাব ও রিপোর্টার ইউনিটের সদস্যরা এই মিথ্যা এবং হয়রানীমুলক অভিযোগ অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন।